চট্টগ্রাম: খাবারের অভাবে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিয়ালঘারা নামক স্থানে পাহাড়ে মৃত হাতিটি দেখেন স্থানীয়রা।
বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ ওয়ারেস কামাল বলেন, ভোরের দিকে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এটির বয়স ৩০ থেকে ৪০ বছর হবে। পাহাড়ে গাছপালা কমে যাওয়ায় হাতির খাবার কমে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের অভাবে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, হাতিটি লোকালয়ে খাবারের জন্য এসে মারা গেছে। হাতির মৃত্যুর ঘটনায় নিয়ম অনুসারে থানায় একটি জিডি করা হবে।
এসআর/একুশে