চট্টগ্রাম: ১৪ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন- বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন, আরিফ হোসেন সবুজ, মনিরুল ইসলাম ও আবু তৈয়ব। এদের মধ্যে বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এজন্য বিচারক ছয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২০ জুলাই রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় ভিডিও ক্যাসেটের দোকানি বাচা মিয়াকে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশের তদন্তে ওঠে আসে, বিনা পয়সায় দোকান থেকে ভিডিও ক্যাসেট নেওয়ায় আপত্তি তোলায় এই হত্যাকান্ড ঘটে। তদন্ত শেষে একই বছরের ১১ অক্টোবর পুলিশ আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ১৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
এসআর/একুশে