চট্টগ্রাম : মিরসরাই উপজেলার বারইয়ারহাটে রেজাউল করিম রাজু (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত রেজাউলকে রাজধানীর ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ মে) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর কালী বাড়ি রোডে এ ঘটনা ঘটে। রেজাউল করিম রাজু স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
গুরুত্বর আহত রেজাউল করিম রাজুকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির একুশে পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রাজুর উপর হামলার ঘটনা শুনেছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে রাজু তার দৈনন্দিন কাজকর্ম সেরে বাসায় ফিরছিল। বারইয়ারহাট পৌরসভার জামালপুর কালী রোডে সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
একুশে/এএ