মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পদত্যাগ করলেন রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক সেকান্দর

প্রকাশিতঃ ৩ মে ২০১৮ | ৪:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন সেকান্দর চৌধুরী।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদন মহাসচিবের কাছে পাঠানো হয়েছে।

আবেদনটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাবুবের রহমান শামীম এবং উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীকে অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আমি সেকান্দর চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এ দলের সাথে কাজ করে আসছি। দলের আদর্শ ও নীতি থেকে কোন সময় দূরে সরে যাইনি। বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো না। তাই ব্যক্তিগত কারণ এবং শারীরিক অসুস্থতার কারণে রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক পদ থেকে আমি অব্যাহতি চাই। তবে রাউজান পৌর বিএনপির পদ থেকে অব্যাহতি নিলেও আমি সততা ও নিষ্ঠার সাথে উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবে দলের সকল কাজ করে যেতে চাই।’

সবকিছু বিবেচনা করে রাউজান পৌর বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

এসআর/একুশে