টেকনাফে ইয়াবা-বার্মিজ সিগারেটসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম : কক্সবাজার জেলার টেকনাফ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার পিস বার্মিজ সিগারেটসহ আব্দুল মোনাফ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২ মে) দিনগত রাতে টেকনাফ থানার জাদিমোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মোনাফ একই এলাকার দক্ষিন পাড়ার চৌকিদার বাড়ির মৃত আব্দুল আমিনের ছেলে।

র‌্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা জানতে পারে জাদিমোড়া এলাকায় ইয়াবা পাচারের প্রস্তুতি চলছে। এ খবরে অভিযান চালিয়ে মোনাফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার পিস বার্মিজ সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা এবং বিদেশী সিগারেটের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২৫,০০০ হাজার টাকা বলে জানান মেজর রুহুল আমিন।

একুশে/এএ