হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পৌরসভার রংঙ্গীপাড়া সওদাগর বাড়ির সংলগ্ন পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, রঙ্গীপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে নবজাতকের লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে স্থানীয় কবর স্থানে দাফন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একুশে/এসআর/এটি