ঢাকা: ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ২৯জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়।
চেন্নাইয়ের তামবারাম থেকে আইএইফ এএন-৩২ বিমানটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় সকাল আটটা বেজে ৪৫ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। বেলা সাড়ে ১১টায় ব্লেয়ার বিমান বন্দরে এটি অবতরণের কথা ছিল।
ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং আইএএফ যৌথভাবে বিমানের খোঁজ চালাচ্ছে। ২৯ জন আরোহীর মধ্যে ছয়জন বিমানের ক্রু রয়েছেন। জানা যায়, বিমানটি একবার জ্বালানি পূর্ন করে চার ঘণ্টা পর্যন্ত উড়তে পারে।