চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ মে) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম বলেন, ‘সমুদ্র সৈকতে এক তরুণীর মরদেহ পরে আছে, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর মুখে হালকা আঘাতের চিহ্ন আছে। পরণে খয়েরি রঙের সালোয়ার কামিজ আছে।’
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে/এএ