শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না রবিউলের

চট্টগ্রাম : ভাগ্যরজনীর ইবাদতে কি চেয়েছিলো রবিউল? নামাজ শেষে বাড়ি ফিরবেন, মায়ের হাতে বানানো হালুয়া-রুটি খাবেন এমনই তো কথা ছিলো। কিন্তু না তা হয়নি। ভাগ্যরজনীতেই যে রবিউলের ভাগ্যের ইতি ঘটেছে। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে পিকআপ উল্টে মারা গেছে রবিউল ইসলাম লেদু (২৫)।

মঙ্গলবার (০১ মে) দিনগত রাত ২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকার সালেহ আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, শবে বরাতের রাতে বন্ধুদের সঙ্গে বেড়িয়ে ছিলেন রবিউল। শাহ আমানতসহ বেস কয়েকটা মাজার জেয়ারতের কথা ছিলো তাদের। রাত রাত ২টার দিকে নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় পিকআপ উল্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একুশে/এএ