চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মাহবুব আলমের অফিসিয়াল মোবাইল নাম্বার (০১৭৩৩-৩৩৪৩৫০) ক্লোন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান ইউএনও মো.মাহবুব আলম।
‘লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টার’ নামে একটি ফেসবুক পেজ-এ ইউএনও মো.মাহবুব আলমের নিজস্ব ফেসবুক আইডি যুক্ত করে লেখা হয়েছে, “সতর্কীকরণ বিজ্ঞাপ্তি: উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম মহোদয়ের সরকারি ০১৭৩৩৩৩৪৩৫০ নাম্বারটি ক্লোন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।”
যদিও সোমবার রাত সাড়ে সাতটার দিকে একুশে প্রতিবেদকের কথা হয় ইউএনও মাহবুব আলমের। তখন প্রতিবেদককে এ বিষয়ে কিছুই জানাননি ইউএনও মাহবুব।
সাম্প্রতিক ওয়েবসাইট হ্যাক করার ঘটনা প্রচুর ঘটলেও মোবাইল ফোনের সিম হ্যাক করার ঘটনা একেবারেই নতুন। মূলত এক শ্রেণীর অপরাধী এ ঘটনা ঘটাচ্ছে। অনেকে আবার মজার ছলেও এ ঘটনা ঘটাচ্ছে। মোবাইল ফোনের একই নাম্বার ও তথ্যাদি ব্যবহার করে নকল কোনো ইউজার ওই সিমটির সুবিধা নিলে বিষয়টিকে বলা হচ্ছে ক্লোনিং। উইকিপিডিয়ার সংজ্ঞা অনুযায়ী ‘ক্লোন’ হলো কোনো জীব বা কোষ বা বৃহৎ জৈব অণুর হুবহু নকল। ১৯৯৬ সালে স্কটল্যান্ডের গবেষক ড. আয়ান উইলমুট প্রথমে একটি ভেড়ার ক্লোনিং করেন।
কিন্তু মোবাইল ফোনের সিম ক্লোনিং করার ঘটনা বাংলাদেশে একেবারেই নতুন একটি বিষয়। বাংলাদেশের আইটি, টেলিকম ও আইসিটি বিশেষজ্ঞরা বিষয়টি মোটামুটি জানলেও মোবাইল সিম ক্লোনিং ঘটনা খুব একটা বেশি নয় বলে মনে করেন। মোবাইল ফোন অপারেটররাও জানিয়েছেন, তাদের কাছে এ বিষয়ে তেমন কোনো অভিযোগ নেই।
সম্প্রতি, ভিক্ষৃক পুনর্বাসনের নামে একটি ভিক্ষুক ফান্ড গঠন করেন মাহবুব আলম। এ ফান্ডের নামে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অংকের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি সরকারের ৪০ দিনের উন্নয়ন কর্মসূচি থেকেও ভিক্ষুক ফান্ডের জন্য টাকা নিয়েছেন বলে শোনা যায়।
এমন অভিযোগে গত ১৮ এপ্রিল স্থানীয়রা লোহাগাড়া সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অপসারণ দাবি করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ গণি সম্রাটসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
** ইউএনও’র দাপট : সরকারদলীয় এমপি বাদ, জামায়াত চেয়ারম্যানকে নিয়ে মাসিকসভা
** লোহাগাড়া ইউএনও’র ‘জামায়াত-প্রীতি’, স্ত্রী আসক্ত ‘বাঁঁশেরকেল্লায়’ !
একুশে/এএ