চট্টগ্রাম: টাকা না পেয়ে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলামসহ পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে।
সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়ার অাদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানান বাদী পক্ষের আইনজীবী বাবুল দাশ।
তিনি বলেন, মামলাটি করেছেন মেহেরুন্নেসা নামের একজন নারী। মামলায় তিনি অভিযোগ করেছেন গত ২৫ এপ্রিল তার ছেলে মেহেদী হাসান নাঈমকে ধরে ৩ লাখ টাকা দাবি করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ৫২ পিস ইয়াবা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।
মামলায় পাহাড়তলী থানার এসআই মোহাম্মদ আবু সায়েদ, এএসআই উত্তম ধর, ফজলুল বারী ও জিন্টু বড়ুয়া এবং কনস্টেবল নাজিম উদ্দিন ও মোহাম্মদ মহিউদ্দিনকে আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী বাবুল দাশ।
আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে ৩০ মে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
এ দিকে অভিযোগের বিষয়ে পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত ২৫ এপ্রিল রাতে মেহেদী হাসানকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়েরকৃত দুইটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। মূলত এসব মামলায় তাকে ধরার জন্য অনেক আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম।
তিনি বলেন, মেহেদী হাসান পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এখন তার মা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বসেছে। প্রকৃত অপরাধীকে ধরে এভাবে হয়রানির মুখে পড়া খুবই দুঃখজনক।
এসআর/একুশে