মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অপরাধি আমার সন্তান হলেও ছাড় নয় : সিটি মেয়র

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৮:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত চট্টগ্রাম নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘অপরাধি আমার সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে সন্ত্রাস,জঙ্গী ও মাদকসেবীদের নির্মূল করতে যা যা করার প্রয়োজন তাই করা হবে। সন্ত্রাসীদের কোন দল নেই।’

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর জালালাবাদ ওয়ার্ডে আলপনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী নাগরিক সমাবেশে মেয়র এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমাদের প্রিয় নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে সকল শ্রেনীর মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সকল শ্রেনী ও পেশার নাগরিকদের নিয়ে কমিটি গঠন করে পাড়ায় মহল্লায় জঙ্গী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিরোধ দূর্গ গড়ে তুলতে হবে।’

মেয়র বলেন, ‘সাধারন মানুষ ঐক্যবব্ধ হলে কোন অপরাধিই অপরাধ করে রেহাই পাবে না। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাদক নিয়ন্ত্রনে ভূমিকা রাখতে হবে।’

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবু। চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সফিউল আলম সগির।

একুশে/এএ