রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ‘বৈদ্যুতিক-ফাঁদে’ প্রাণ গেল হাতির

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৮:৪৯ অপরাহ্ন

মো. তারেক সোহেল, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি এলাকায় স্থানীয় কৃষকের পাতা ‘বৈদ্যুতিক-ফাঁদে’ আটকা পড়ে এক হাতির করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড় থেকে পদুয়া ইউনিয়নের হরিহর জামিলাবাদ চা বাগানে নেমে এসেছিলো হাতির দল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বৃষ্টি শুরু হওয়ার পর হাতির দল পাহাড় থেকে চা বাগানটিতে নেমে আসে। দলে প্রায় ২২ টি হাতি ছিলো। শনিবার রাতে চা বাগান ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করে ২১ টি হাতি পাহাড়ে উঠে গেলেও পায়ে ব্যথাজনিত কারণে একটি চা বাগানে থেকে যায়।

পরে রোববার রাতে লোকালয়ের কাছাকছি চলে আসা হাতিটি স্থানীয় কৃষকদের পাতা ‘বৈদ্যুতিক-ফাঁদে’ আটকা পড়ে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয় হাতিটির।

এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময় পাহাড় থেকে বন্যহাতির দল নেমে এসে ফসল নষ্ট করে ফেলে। তাই জমির আশপাশে ‘বৈদ্যুতিক-ফাঁদ’ পাতা হয়েছিলো। এছাড়া নিহত হাতিটি আগে থেকেই অসুস্থ ছিলো। বিশেষ করে তার একটি পায়ে পূর্বেই আহত হবার ক্ষত পাওয়া গেছে।

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগের স্থানীয় এবং উর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিফোনে চেষ্টা করেও এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ’র সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

টিএস/এএ/এটি