চট্টগ্রাম: পরিবেশের ক্ষতি না করে নগরায়ন করার আহ্বান এসেছে চট্টগ্রামের একটি আলোচনা সভা থেকে। গতকাল রোববার বিকেলে ‘সেই ভয়াল ২৯ এপ্রিল আজো আমাদের কাঁদায়’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
আলোচনা সভাটির আয়োজন করে নিউজচট্টগ্রাম২৪ ফ্যান ক্লাব। যুব সাহিত্য ফোরাম-পতেঙ্গা আইডিয়াল ট্রাস্টের সহযোগিতায় পতেঙ্গা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে লেখক গবেষক ও নিউজচট্টগ্রাম এর উপদেষ্টা সম্পাদক শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘুর্ণিঝড় জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। লোনাপানি জমির উর্বরা শক্তি নষ্ট করে দিয়েছিল। ১৯৯১ সালের আগে পতেঙ্গা উপকূলে প্রচুর তরমুজ উৎপাদিত হতো। ঘূর্ণিঝড়ের পর সেখানে আর তরমুজ হয় না।
‘সচেতন হলে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করলে ১৯৯১ সালের মতো জানমালের ক্ষয়ক্ষতি হবে না। সুতরাং পরিবেশের ক্ষতি না করে নগরায়ন করতে হবে। উপকূলের উপযোগী করে আমাদের অবকাঠামো ও অনান্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
বক্তারা আরো বলেন, বর্তমানে পতেঙ্গায় বিল্ডিংয়ের পরিকল্পনা অনুমোদন দেয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষ দুর্যোগে ক্ষতির মুখে পড়তে পারে। পক্ষান্তরে প্রভাবশালীরা বড় বড় অট্টালিকা কিভাবে বানিয়ে ফেলছে, তা বুঝার কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলের জন্য সমান সুযোগ ও পরিকল্পিত ভবন নির্মানে সিডিএকে নজর দিতে হবে। এ ছাড়া সবুজ বেষ্টনী রক্ষার পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে।
বাবুল হোসেন বাবলার পরিচালনায় মূল প্রবন্ধ তুলে ধরেন নিউজচট্টগ্রাম২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ এস.এম দিদারুল আলম, আলোর পথে- যুব সাহিত্য ফোরামের সহ-সম্পাদক মোঃ শাহেদ, মোঃ সালাহ উদ্দিন, ব্যবসায়ী মোঃ হারুন অর-রশিদ, শিক্ষক গোলাম রহমান, এন.এ রুবেল, মাওলানা শিহাব উদ্দিন, বাবুল হক, নাহিদা আক্তার, ইসরাত জাহান, মর্জিনা বশর শান্তা,শাহাজাদা, তারেক প্রমুখ।
এসআর/একুশে