মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাউজানে অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে আহত দুই

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম : রাউজানের কালবৈশাখী ঝড়ের তোড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে রোগীসহ দুজন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন একুশে পত্রিকাকে জানান, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষপান করা এক রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি পাহাড়তলী এলাকায় পৌঁছলে ঝড়ো হাওয়ার তোড়ে একটি বড় গাছ সেটির ওপর পড়ে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। চালক মোহাম্মদ আলী ও রোগী সোহেল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে পাঠিয়েছেন। আর দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্সটি জেলা পুলিশের সার্কেল অফিসের সামনে রাখা হয়েছে।

এঘটনার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পরিদর্শনে আসেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, এঘটনায় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্সটি রাঙ্গুানিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‍প্রদান করেছিলেন।

এডি/একুশে