মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৫:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার একটি হত্যার মামলার প্রধান আসামিকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

রোববার দিবাগত রাতে ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মো. আবদুর রাজ্জাক।

গ্রেফতার মো. আনিসুর রহমান তারেক (২০) হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার লেদা মিয়ার ছেলে।

পিবিআই সূত্র জানায়, গত ৫ মার্চ হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামে সোহেল রানা নামের একজনের উপর হামলা হয়। এ ঘটনায় গুরুতর আহত সোহেল রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ৭ মার্চ নিহতের বাবা নুরু মোহাম্মদ প্রকাশ মানিক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

পিবিআই কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, দীর্ঘদিনেও আসামি গ্রেফতার না হওয়ায় আমরা মামলার তদন্তভার গ্রহন করি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার দিবাগত রাতে প্রধান আসামি তারেককে গ্রেফতার করা হয়। তাকে সোমবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

এসআর/একুশে