সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সেই ৭ জঙ্গিকে ১০ দিনের রিমান্ডে চায় র‌্যাব

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৩:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেফতার সাত যুবককে ১০ দিনের রিমান্ডে চেয়েছে র‌্যাব। এই সাতজনের মধ্যে আন্তর্জাতিক রেড ক্রসের একজন কর্মীও আছেন।

সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মো. নোমানের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাব। তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি সৈয়দ মোহসিনুল হক প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে চেয়েছেন।

১৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে র্যাব-৭।

তারা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)। এদের মধ্যে মুনতাসিরুল ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করে কক্সবাজারে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের (আইসিআরসি) ফিল্ড অফিসার হিসেবে কাজ করছিলেন।

তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সমর্থক। হোয়াটস অ্যাপে তারা ‘ডিন ফোর্স এক্সট্রিম’ ও ‘ইখোয়ান’ নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে জিহাদি ভিডিও ও ছবি প্রচার করে নিজেদের কথিত জিহাদের জন্য প্রস্তুত করছিল বলে জানিয়েছে র‌্যাব।

এসআর/একুশে