পটিয়ায় আগুনে পুড়েছে বসতঘর

চট্টগ্রাম : পটিয়া উপজেলায় গোবিন্দখীল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি কাঁচা বসতঘরে পুড়ে গেছে।

রোববার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অপারেটর নজরুল ইসলাম জানান,‘গোবিন্দখীল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে আমাদের পটিয়া স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনজন মালিকের তিনটি কাঁচা বসতঘর পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

একুশে/ এএ