নাজিরহাট পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ আজ

চট্টগ্রাম : ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ সোমবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যলয়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরদের জানিয়ে দেয়া হয়েছে।

জানাগেছে, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২৯ মার্চ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী এসএম সিরাজ উদ দৌলা। তিনি ৯ হাজার ৫শ’ ৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

একুশে/এএ