সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে ট্রাকসহ অবৈধ কাঠ জব্দ

প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৮ | ৯:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

শনিবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে জানান ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট চেক স্টেশন অতিক্রমকালে একটি ট্রাক আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাক থেকে প্রায় ৪শ’ ঘনফুট গামার, কড়ই ও চিকরাশি প্রজাতির অবৈধ গোলকাঠ জব্দ করা হয়।

‘জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা। এসব কাঠ ও বহনকারী ট্রাক ফৌজদার চেক স্টেশনে রাখা হয়েছে।’

এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে বলে স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন।

এসআর/একুশে