তারেক রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে : ভিপি নাজিম

চট্টগ্রাম: তারেক রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন।

শনিবার বিকালে কাজির দেউড়ি নাসিমন ভবনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, মিরসরাই বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সরোয়ার উদ্দিন সেলিমের মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে মিরসরাই উপজেলা ছাত্রদল।

চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন বলেন, তারেক রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে। তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত রয়েছে। তারেক রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। তাই মিথ্যাচার করে কোন লাভ হবে না।

গত ২১ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্তরাজ্যে জানান, তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট বর্জন করেছেন।

বিএনপি নেতা মো.নাজিম উদ্দিন বলেন, জিয়া পরিবারকে বাদ দিয়ে সরকার পাঁতানো নির্বাচন করার ষড়যন্ত্র করছে। কিন্তু এ দেশে বেগম জিয়াকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। বেগম জিয়া অসুস্থ। কিন্তু তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে না।

মিরসরাই ছাত্রদলের আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, আলহাজ্ব সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, মিরসরাই বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন প্রমুখ।

এসআর/একুশে