চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে গাড়ি চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরের সদরঘাট থানাধীন ট্রাফিক (উত্তর) এর কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।
কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটের গাড়ি চালক ও হেলপার প্রশিক্ষণের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন। চালক ও হেলপারদের প্রজেক্টরের মাধ্যমে গাড়ি চালনা, দূর্ঘটনা প্রতিরোধ, বিভিন্ন সংকেত, যাত্রী সেবার মান উন্নয়নসহ ট্রাফিক সম্পর্কিত বিবিধ বিষয় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।
কর্মশালাটিতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) শচীন চাকমা, টিআই (প্রশাসন) সুভাষ চন্দ্র দে’সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর/একুশে