চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ৩৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার দুপুর ১টার দিকে বাদামতলা কলসী দিঘীর পাড়স্থ আলী মিয়া চেরাগের বাড়ীতে এই অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
গ্রেফতার আবুল কাসেম (৫৫) ওই এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলী মিয়া চেরাগের বাড়ীতে অভিযান চালানো হয়। তল্লাশী করে ড্রাম, প্লাষ্টিকের কন্টিনারে বিভিন্ন স্থানে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ কাসেমকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য এক লক্ষ ৬৫ হাজার টাকা বলে জানান র্যাব কর্মকর্তা মো. সোহেল মাহমুদ।
এসআর/একুশে