সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক প্রতারক চক্রের চার দেশীয় এজেন্ট আটক

প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৮ | ৪:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : রাজধানীর বিভিন্ন এলাকা ও রাজশাহীতে টানা চারদিন অভিযান চাালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের চার দেশীয় এজেন্টকে আটক করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭টি ব্যাংক একাউন্টের ক্রেডিট কার্ড ও চেক উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপরিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা (বন্দর) পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

আটকরা হলেন- বিপ্লব লস্কর (৩০), কায়েস হোসেন (৩০), রবিউল হোসেন (২৫) ও মোশারুল ইসলাম মুছা (২৮)।

তিনি বলেন, ‘গত ২৪ থেকে ২৭ এপ্রিল টানা অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত বিদেশী প্রতারক চক্রের যোগসাজশে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিলো।

তিনি আরো জানান, প্রতারক চক্র প্রথমে ফেসবুক ব্যবহার করে সমাজের উঁচু শ্রেণির নাগরিকদের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর বিভিন্ন গিফট পাঠায় এদের ঠিকানায়। ওই গিফটের ছাড় নেওয়ার জন্য টাকা পরিশোধ করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

একুশে/এএ