সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রমজান মাসে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৮ | ১২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম : আসন্ন রমজান মাসে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে হোটেল-রেষ্টুরেন্ট শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন। তারা বলছেন, সারা বছর যে শ্রমিক হোটেলে কাজ করে, রমজান মাসে তাদের ছাঁটাই করা হবে অমানবিক।

শুক্রবার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটর টিইউসি কার্যালয়ে শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক দল ও হোটেল শ্রমিক লীগের এক যৌথ সভায় এ দাবি জানানো হয়।

সভায় রমজান মাসে হোটেল-রেষ্টুরেন্টে শ্রমিক ছাঁটাই বন্ধের পাশাপাশি বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু, আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসির চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত। আরো উপস্থিত ছিলেন, প্যারালিগ্যাল সমন্বয়কারী রিজওয়ানুর রহমান খান, জাতীয় শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, সফিউল আলম শান্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের মো. রফিকুল ইসলাম, টিইউসি’র শ্রমিক নেতা আবু তাহের, ক্বারী আবদুল মন্নান, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এএ