রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাকলিয়ায় যুবলীগ নেতা খুনের ঘটনায় মামলা

প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৮ | ১১:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডিসি রোড়ে ক্যাবল টিভির (ডিস সংযোগ) লাইন দখল-বেদখল নিয়ে গুলিতে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ (৩৫) নিহতের ঘটনায় মামলা করেছে নিহতের স্ত্রী। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দিনগত রাতে মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি নুরুল হুদা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসি রোড়ে ক্যাবল টিভির সংযোগ দেওয়ার ব্যবসা করে আসছিল কেসিটিএন ক্যাবল টিভি নেটওয়ার্ক। ওই এলাকায় পাঁচশতাধিক লাইন রয়েছে। লাইনগুলো দখলে নেওয়ার জন্য বেশকিছুদিন ধরে কেসিটিএন ক্যাবল টিভি নেটওয়ার্কের সাথে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ডিসি রোডে মিয়ার বাপের বাড়ির সামনে গোলাগুলি শুরু হয় দুইপক্ষে। স্থানীয় মহল্লা সর্দার কমিটির সভাপতি হিসেবে ফরিদ ঘটনাস্থলে গিয়েছিলেন। এসময় তিনি গুলিবিদ্ধ হন।

*** বাকলিয়ায় ক্যাবল টিভির ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১
***‘থালার ভাত ফেলে উঠে যাওয়া ফরিদ, খুন হলেন গুলিতে’

একুশে/এএ