সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাংবাদিক সবুর শুভ’র মোটর সাইকেল ভাংচুর, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০১৮ | ৭:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যুগ্ম সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ’র মোটর সাইকেল ভাংচুর ও তাণ্ডবের ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে নগরীর মিয়ার বাপের মসজিদ এলাকায় জে কে ম্যানশনের সামনে মোটর সাইকেলটি পাকিং করা ছিল। এ সময় স্থানীয় ডিস ব্যবসার বিরোধের জেরে স্থানীয় খুনের মামলার আসামি যুবলীগ লীগ নামধারী সন্ত্রাসী মো. ফয়সাল, মুছা, মাসুদ, ফরিদ ওরফে ক্যাডার ফরিদের নেতৃত্বে সস্ত্রাসীরা সড়কের উপর থাকা মোটর সাইকেলটি ভাংচুর করে। প্রসঙ্গত, মোটর সাইকেলের মালিক দৈনিক আজাদী কর্তৃপক্ষ।

এ ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে জানান, সাংবাদিক নেতা সবুর শুভ তার শ্বশুর বাড়ির সামনে মোটর সাইকেল রেখে বাসায় গিয়েছিলেন তিনি। এ সময় স্থানীয় বিরোধে সন্ত্রাসীরা সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর করে।

এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। সন্ত্রাসীরা কোন দল কিংবা মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার নাম ভাঙ্গিয়ে ফৌজদারী অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

সাংবাদিক নেতার মোটর সাইকেল ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তীব্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকিও দেওয়া হয়েছে।

একই ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী। তারাও সাংবাদিক নেতার মোটর সাইকেল ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এসআর/একুশে