সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকারী-বেসরকারী ১২৬ কর্মকর্তার জাল সীলসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০১৮ | ৪:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর আগ্রাবাদ ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মোট ১২৬ কর্মকর্তার জাল সীলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু গাড়ীর রেজিষ্ট্রেশন সনদ, রুট পারমিট, ফিটনেস সনদপত্র, কর পরিশোধের সনদপত্র, টেক্স, ফিটনেস ও ইনকাম টেক্স সনদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো, আকবরশাহ থানার পি ডব্লিউ ডি মার্কেটের এম টেলিকমের মালিক ও মৃত মফিজুর রহমানের ছেলে মো. এরশাদ (৪০) এবং কক্সবাজার জেলার চকরিয়ার মৃত জাবের আহাম্মদের ছেলে মো. আবু তৈয়ব(৩৩)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস একুশে পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আগ্রাবাদের বাংলাদেশ গণপূর্ত কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের এম টেলিকম ও পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকার এম কার্গো সার্ভিসের ষ্টোর রুমে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মোট ১২৬ কর্মকর্তার জাল সীল, গাড়ীর রেজিষ্ট্রেশন সনদ, রুট পারমিট, ফিটনেস সনদপত্র, কর পরিশোধের সনদপত্র, টেক্স, ফিটনেস ও ইনকাম টেক্স সনদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’

এসময় জালিয়াতির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, দুটি প্রিন্টার মেশিন, একটি লেমিনেটর মেশিন, একটি কিবোর্ড জব্দ করা হয় বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

একুশে/এএ