সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খাতুনগঞ্জে গুদাম থেকে পণ্য চুরির অভিযোগ

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০১৮ | ৩:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম : দেশের খাদ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে এক ব্যবসায়ীর আড়াই কোটি টাকার পণ্য চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি ব্যবসায়ী খাতুনগঞ্জের অর্জুন স্টোরের মালিক অর্জুন বনিক। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন ব্যবসায়ী অর্জুন বনিক অভিযোগ করেন, গত দুই বছর ধরে তিনি তার পরিচিত ব্যবসায়ী বন্ধু ‘আল মদিনা ট্রেডিং’ এর মালিক মো. এহসানের গুদামে কমিশনের ভিত্তিতে মালামাল (এলাচি, গোলমরিচ, ডালচিনি, জিরা) রেখে আসছিলেন। সম্প্রতি ওই মালামালের কিছু অংশ পণ্য চুরি করে বিক্রি করে দিয়েছেন এহসান।

তিনি বলেন, ‘এহসানের গুদামে আমি প্রায় ৯ কোটি ৭০ লক্ষ টাকার পণ্য রাখি। এর মধ্যে তিনি পণ্য বিক্রি বাবদ আমাকে ৭ কোটি ৩০ লক্ষ টাকা প্রদান করেন। গত ১৯ মার্চ আমি আল মদিনা ট্রেডিং-এ গিয়ে দেখি আমার অবশিষ্ট ২ কোটি ৪০ লক্ষ টাকার মালামাল গুদামে নেই। এই সময়ে আড়তদার মো. এহসানকে গুদামে আমার মালামাল কোথায় জিজ্ঞেস করলে সে মালামাল বিক্রি করেছে বলে জানায়।’

তিনি আরো বলেন,‘ এসময় আমি আমার পণ্য বিক্রির ২ কোটি ৪০ লক্ষ টাকা চাইলে সে আমাকে পরে দেবে বলে জানায়। কিন্তু পরে আবারো টাকা চাইতে গেলে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’

‘বিষয়টি আমি খাতুনগঞ্জের বেশ কয়েকজন ব্যবসায়ী নেতাদেরকে জানালে উনারা আড়তদার মো. এহসানকে নিয়ে বেশ কয়েকবার বৈঠকে বসে। বৈঠকে সে চুরি করে পণ্য বিক্রির বিষয়টি স্বীকার করেন। বৈঠকে খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দরা ছিলেন। সে এখনো পর্যন্ত আমার আড়াই কোটি টাকা পরিশোধ না করে উল্টো সে আমাকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। নিজের পাওনা টাকা চাইতে গিয়ে এখন নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’ বলেন ব্যবসায়ী অর্জুন বনিক।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এএ