সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বোয়ালখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০১৮ | ১:২০ অপরাহ্ন

চট্টগ্রাম : বোয়ালখালীতে সুব্রত দাস (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎপৃষ্ট হওয়ার কথা বলা হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানানো হয়েছে এমন কোনো আলামত সুব্রত’র শরীরে নেই। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সুব্রত নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা।

সুব্রত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার পরিমল দাসের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্চয় সেন জানন, সুব্রত নামের এক যুবকের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। তারা জানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুব্রত মারা গেছেন। কিন্তু প্রাথমিক ভাবে এ ধরণের কোনো আলামত তার মরদেহে ছিল না ।

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর জানান, সুব্রত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানতে পেরেছি।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, সুব্রতের স্বজনরা বিদ্যুৎপৃষ্ট হয়েছে জানালেও সে ধরণের কোনো আলামত পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সুব্রতের স্বজনদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে সুব্রত একটি বিয়ে অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করেছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।’

একুশে/এএ