সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ হলো ৫শ’ মুরগীর বাচ্চা

প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০১৮ | ১০:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় চুলার আগুন থেকে লাগা আগুন একটি মুরগী ফার্ম ও বসতঘর পুড়ে গেছে। এসময় ফার্মে থাকা পাঁচ শতাধিক মুরগীর বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পূর্বহিন্দুপাড়া নিখুঞ্জ চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর হুমায়ুন একুশে পত্রিকাকে বলেন, ‘রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় চুলার আগুন থেকে বসতঘরে লেগে যায়, পরে আগুন পাশের মুরগী ফার্মেও ছড়িয়ে পরে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরো জানান, আগুনে ফার্মের পাঁচ শতাধিক মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এতে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একুশে/এএ