হাটহাজারীতে ১০ করাতকলকে জরিমানা

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দশটি করাতকলে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।

তিনি বলেন, অভিযানে দশটি করাতকলে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা ও আলামত হিসাবে কিছু কাঠ জব্দ করা হয়েছে। চারিয়া এলাকা থেকে কাটিরহাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বন বিভাগের রেঞ্জার শওকত ইমরান আরাফাত, স্টেশন অফিসার কাম বিট কমকর্তা আবদুল হামিদ ও বন কর্মকর্তা দেল আবরাব প্রমুখ অংশ নেন।

এসআর/একুশে