সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চবি কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক নুরুল

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ৯:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদের মধ্যে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে আনোয়ার হোসেন ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল আসাদ ৮৮ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে জহিরুল হক ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইছা মিয়া ১৪৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম শহীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদারুল আলম ১২৫ ভোট পেয়েছেন।

সহকারী সাধারণ সম্পাদক রফিকুল আলম, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন দপ্তর সম্পাদক মোক্তার হোসেন ও প্রচার সম্পাদক পদে ওসমান গণি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে সাতজন ও মহিলা সদস্য(সংরক্ষিত) পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২নং গেটস্হ কর্মচারী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শামসুল আলম।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাত্র ১২জন ভোটার অনুপস্হিত ছিলেন।

এসআর/একুশে