ইউএনওকে প্রত্যাহারের দাবিতে লোহাগাড়ায় সড়ক অবরোধ

চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমকে প্রত্যাহারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে লোহাগাড়ার মানুষ। বৃহস্পতিবার বিকেলে ‘লোহাগাড়া উপজেলার সচেতন জনগণ’ এর ব্যানারে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিকাল সাড়ে চারটা থেকে মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে পল্লীবিদ্যুৎ মোড় পর্যন্ত একঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারিরা। এসময় সে এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন বন্ধ হয়ে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিকে অবরোধ তুলে নেয়া হয় বলে জানা গেছে। এরপর লোহাগাড়া উপজেলা কমপ্রেক্সের সামনে জমায়েত হয়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

লোহাগাড়ার ইউএনও মাহবুব আলমের বিরুদ্ধে জামায়াতপ্রীতি, ভিক্ষুক ফান্ডের নামে টাকা আত্মসাত, কাউকে না জানিয়ে উপজেলা কমপ্লেক্সের প্রাচীন গাছ কেটে ফেলাসহ ইউএনও পত্নীর বিরুদ্ধে জামায়াতের মুখপাত্র বাঁশেরকেল্লা প্রমোটের অভিযোগ আনা হয় সমাবেশে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, প্রাক্তন ছাত্রনেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আব্দুল জব্বার, শ্রমিক লীগ নেতা নুরুল হক, যুবলীগ নেতা জহির উদ্দিন, ফজলে এলাহি আরজু প্রমুখ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তাগণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও মাহবুব আলমকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরো কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

জানতে চাইলে ইউএনও মাহবুব আলম একুশে পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর তাঁর জানা নেই।

আরো জানতে : লোহাগাড়া ইউএনও’র ‘জামায়াত-প্রীতি’, স্ত্রী আসক্ত ‘বাঁঁশেরকেল্লায়’!

একুশে/এটি