রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাইল্ড কেয়ার হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ৫:২২ অপরাহ্ন

চট্টগ্রাম : শিশু বদলের ঘটনায় চাইল্ড কেয়ার হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য দপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে পুণঃতদন্ত প্রতিবেদন জমা নেওয়ার পর এ নোটিশ পাঠানো হল।

বিষয়টি একুশে পত্রিকাকে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. এ এম মজিবুল হক।

গত ২৪ এপ্রিল তদন্ত শেষে সংবাদ সন্মেলন করে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। ঐদিন সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর দিতে না পেরে পুণঃতদন্তের সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী দশ কর্মদিবসের মধ্যে নোটিশের উত্তর দেয়ার কথা রয়েছে। ১০দিন নোটিশের উত্তরের পর ব্যবস্থা নেয়ার কথা জানান ডা.এএম মজিবুল হক।

একুশে/এএ