সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ৫:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহি বাসে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে ফৌজদারহাট থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহাসড়কে ১০-১২ জনের একটি ছিনতাইকারী চক্রের দল গভীররাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহি বাসে উঠে। যাত্রীদের কাছ থেকে সব ছিনিয়ে নেয়। পরে সেখান থেকে সটকে পড়ে। বৃহস্পতিবার ভোর রাতে ফৌজদারহাট থেকে এ চক্রের ৮জনকে আটক করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সীতাকুণ্ড থানায়।

এডি/একেুশে