চট্টগ্রাম : নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় কাটা মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় খোরশীদ জাহান বেগম নামে এক নারীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহষ্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক কামরুন নাহার রুমি এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় পরিবেশ আদালতের স্পেশাল পিপি মো. সাইফুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, নগরীর আকবর শাহ আবাসিক এলাকার পান্থনগর বাইলেনের বাসিন্দা খোরশীদ জাহান বেগম তার নিজস্ব জায়গায় বাড়ী নির্মান করার সময় পাশ্ববর্তী প্রায় দেড়শ ফুট উচ্চতার পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলেন। এতে পাহারের অবশিষ্ট অংশ ধ্বসে পড়ার আশংকা দেখা দেয়।
এই ঘটনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগর কার্যালয়ের তৎকালীন পরিদর্শক সাইফুল আশরাফ বাদী হয়ে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর খোরশীদ জাহান বেগমকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৭ জুলাই চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট কামরুল ইসলাম চট্টগ্রাম পরিবেশ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন।
একুশে/এএ