বিয়েতে স্বামীকে গাড়ি দিলেন মাহি

Mahiঢাকা: ২৫ মে পারিবারিক ভাবে বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘরোয়া ভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয়। পাত্র পারভেজ মাহমুদ অপু। যুক্তরাজ্যের পড়াশোনা শেষে এখন সিলেটে পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন।

মাহির বিয়ে ২৫ মে হলেও গতকাল বেশ ঘটা করেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। রাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাই উপস্থিত ছিলেন।

বিয়ে-পরবর্তী সেই জমকালো আনুষ্ঠানে মাহি তার স্বামীকে একটি গাড়ি ও মোটরসাইকেল উপহার দেন। গাড়িটি মিতসুবিশি কোম্পানির। এর মূল্য ৪০ লাখ টাকা। অন্যদিকে মোটরসাইকেলটি সুজুকির।

অনুষ্ঠানে আগত অতিথিদের ভিডিও চিত্রের মাধ্যমে উপহার সামগ্রী তুলে দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।

এর আগে মাহি তার গ্রামের বাড়িতে ১৭ জুলাই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে। সেখানে তার আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।