সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ষোলশহরে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে কলেজছাত্রী নিহত

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ৩:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে রিয়া বড়ুয়া (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া বড়ুয়া সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালিউদ্দিন আকবর একুশে পত্রিকাকে জানান, রিকশায় করে কলেজছাত্রী রিমা যখন ষোলশহর এলজিইডি ভবন পার হচ্ছিলেন পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। রিকশাটি ডান পাশের ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান রিমা। এ সময় তাকে পিষ্ট করে চলে যায় কাভার্ডভ্যানটি।

পরে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান চালক মোস্তফাকে আটক করা হয়েছে বলে জানান ওয়ালিউদ্দিন আকবর।

একুশে/এএ/এডি