সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রাইভেটকারে ফেন্সিডিলের চালান, গ্রেফতার ২

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাব-৭। প্রাইভেটকারে করে ফেন্সিডিলের চালানটি ফেনী থেকে চট্টগ্রাম আনা হচ্ছিল। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে মহাসড়কের বারইয়ারহাট বাজারে কাশবন হোটেলের সামনে আটক করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার তালতলি থানা গান্ডামারা গ্রামের মো. আব্দুর রবের ছেণে বেলাল (৩৭) এবং কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে মো. সোহেল (২৮)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, একটি প্রাইভেটকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। এ খবরে মহাসড়কের বারইয়ারহাট বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বারইয়ারহাট বাজারে কাশবন হোটেলের সামনে প্রাইভেটকারটিকে ধাওয়া করে ধরে ফেলি। পরে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের সিটের উপর বস্তায় লুকানো ৭৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।

একুশে/এএ