চট্টগ্রাম : হাটহাজারির শান্তিরহাটে রাতের শিফটে কাজ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে মোহাম্মদ পারভেজ (২১) নামের এক ইটভাটা-শ্রমিক। বুধবার দিনগত রাত দেড়টার সময় দিকে মক্কা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।
আহত পারভেজকে উদ্ধার করে ভোর চারটার দিকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে পত্রিকাকে জানান, রাতের শিফটে কাজ করার সময় অসকর্ততাবশত ইটভাটা-শ্রমিক পারভেজের কাপড়ে আগুন লেগে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৬৫ শতাংশই পুড়ে গেছে।
দগ্ধ পারভেজ নোয়াখালী জেলার সুধারাম থানার নন্দনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
একুশে/এটি