সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ১০:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সাতকানিয়ায় গ্রেফতার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল চৌধুরীকে (৩০) আদালতে পাঠিয়েছে সাতকানিয়া থানা পুলিশ।। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রুবেল চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। সাতকানিয়া থানার এসআই মো.ইয়ামিন সুমন এ অভিযান পরিচালনা করেন।

সাতকানিয়া থানার মো. রফিকুল হোসেন একুশে প্রত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে রুবেল চৌধুরীকে গ্রেফতার করা হয়। রুবেল চৌধুরী গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এই মামলার অপর আসামি রিদুয়ান রহমান (৩০) এখনো পলাতক আছে। আজ রুবেল চৌধুরীকে সাতকানিয়া থানাহাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।

একুশে/এএ