সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফটিকছড়িতে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ১০:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : ফটিকছড়ি পৌরসভা এলাকা থেকে অস্ত্রসহ ইমাম উদ্দিন প্রকাশ ডাবলু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রী কোয়ার্টার শর্টগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম মেম্বারের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমাম উদ্দিন প্রকাশ ডাবলু ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাদেকনগর গ্রামের মুন্সির বাড়ীর মৃত আলী আহাম্মদের ছেলে।

ফটিকছড়ি থানার এসআই জামাল একুশে পত্রিকাকে জানান, ইমাম উদ্দিন প্রকাশ ডাবলু ফটিকছড়ির চিহিৃত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। গতকাল রাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রী কোয়ার্টার শর্টগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

একুশে/এএ