তাঁদের সম্পর্ক নিয়ে বহু গসিপ চালু রয়েছে। কিন্তু এ বার সেটাই নাকি সত্যি করার পথে এক ধাপ এগিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মুম্বইয়ের একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, সম্প্রতি রণবীরের মুম্বইয়ের বাড়িতে নাকি পঞ্জাবি মতে ‘রোকা’ অর্থাত্ পাকা দেখা হয়ে গেল রণবীর-দীপিকার।
এই উপলক্ষে পুজোরও আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে।
রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘‘কয়েক দিন আগে রণবীরের বাড়িতে একটা ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়েরা সেখানে অংশ নিয়েছিলেন। দীপিকার সঙ্গে রোকা হয়ে গেল ওর।’’
বলি মহলের একটা বড় অংশের মতে, অনেকদিন ধরে সম্পর্কে থাকলেও চলতি বছরের আইফার সময়েই এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নেন দীপিকা-রণবীর। সে সময় হেমা মালিনী টুইটারে দীপিকাকে এনগেজমেন্টের জন্য অভিনন্দনও জানিয়েছিলেন। পরে অবশ্য তা অস্বীকার করে নিজের অবস্থান পরিষ্কার করেন হেমা। তবে এ বার যে তাঁদের এনগেজমেন্ট হয়ে গেল তা এক প্রকার নিশ্চিত।