চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল গফুর নির্বাচনের ফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিজয়ী হলুদ দলের প্রার্থী একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আহমদ সালাউদ্দিন পেয়েছেন ৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থকদের প্যানেলের প্রার্থী পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমীন পান ১৪৩ ভোট। ১৩১ ভোট পান জামায়াত সমর্থক সাদা দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শওকতুল মেহের।
সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফোরামের প্রার্থী ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নছরুল কাদির পান ২১৪ ভোট। ১৪৬ ভোট পেয়েছেন সাদা দলের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর।
সহ-সভাপতি পদে মো. রাশেদ উন নবী, কোষাধ্যক্ষ পদে ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী ও যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম জয়ী হয়েছেন। সদস্য পদে ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ড. লায়লা খালেদা, ড. মুঃ গোলাম কবীর, মো. আবদুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ জামাল উদ্দীন ও ড. মোহাম্মদ শফিউল আযম জয় পেয়েছেন।
সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে প্রার্থী ছিলেন মোট ৩৩ জন। এবার ভোটার ছিল ৮৫৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন মোট ৬৭২ জন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে ১৮ ও ১৯ এপ্রিল অগ্রিম ভোট গ্রহণ হয়েছিল। সে সময় ৯৯ জন শিক্ষক আগাম ভোট দেন।
এসআর/একুশে