কক্সবাজার : পাহাড়ের ঢালে বসবাসকারীদের অবিলম্বে অন্যত্র সরিয়ে নিতে কক্সবাজার জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আজ কক্সবাজার বিয়াম মিলনায়তনে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও মানুষের ক্ষতি করা যাবে না। পাহাড়ের ঢালে বসবাসকারীদের অবিলম্বে অন্যত্র সরিয়ে নিতে হবে। কক্সবাজারের সৌন্দর্যের অন্যতম উপাদান পাহাড় ও সমুদসৈকত। দেশ-বিদেশের পর্যটক ও সংবাদকর্মীদের নজর রয়েছে এখানে। তাই এ পর্যটননগরীর যেকোন ক্ষতি বরদাস্ত করা হবেনা। তিনি বলেন, যেসব রোহিঙ্গারা পাহাড়ের ঢালে বসবাস করছে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে বসবাস না করার জন্য তিনি আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনের সভাপতিত্বে সংসদ সদস্য আব্দুর রহমান বদি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ্ কামাল, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) এর পরিচালক আহমেদুল হক, জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সিপিপির স্বেচ্ছাসেবকগণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত একটি র্যালিতে অংশগ্রহণ করেন।