চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কের রুবি সিমেন্ট গেইট এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ভুঁইয়া।
নিহত সুরা অাহমদ (৪২) অানোয়ারা উপজেলার রায়পুর গহিরা এলাকার বাছন অালীর ছেলে। গত চার মাস ধরে রুবি সিমেন্টে দিনমজুরের কাজ করে অাসছেন তিনি। দীর্ঘদিন ধরে পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় বসবাস করছেন নিহত সুরা আহমদ।
পরিদর্শক জহিরুল ইসলাম ভুঁইয়া বলেন, রুবি সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান সুরা আহমদ। সন্ধ্যায় তাকে হাসপাতাল অানা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআর/একুশে