সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গরুর ট্রাকে ইয়াবা পাচার, গ্রেফতার ৩

প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০১৮ | ৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: গরুর ট্রাকে করে ইয়াবা পাচারকালে তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের পটিয়া হাইওয়ে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে পটিয়া ক্রসিং এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাক চালক মোহাম্মদ হোসেন, হেলপার শাহ জাহান, ও ইয়াবা সরবরাহের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনূস।

পটিয়া হাইওয়ের পুলিশের পরিদর্শক এবিএম মিজানুর রহমান বলেন, টেকনাফ থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক গরু বাজারে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্রসিং এলাকায় ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের তেরের ট্যাংকের সাথে সাটানো আরেকটি ট্যাংকের ভিতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনূস পুলিশকে জানায়, মইজ্জারটেকের ডেইরী ফার্মের মালিক মোহাম্মদ আলী টেকনাফ থেকে এসব ইয়াবা কিনে আনে। ট্রাকটির মালিকও মোহাম্মদ আলী। ওই ডেইরী ফার্মের ভেতরই ইয়াবাগুলো রাখার কথা ছিল। এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ ইয়াবাগুলোর মালিক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এসআর/একুশে