সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০১৮ | ৭:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড ও সামুদ্রিক মৎস্য দপ্তরের যৌথ দল।

কোস্টগার্ড পূর্বজোনের লে. কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর বিভিন্ন জেটি, গোডাউন এবং নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি টাকার ৬০ মি.মি এর কম ফাঁসের অবৈধ জাল জব্দ করা হয়। উক্ত জালগুলো ধ্বংসের জন্য কোস্টগার্ড পূর্বজোনে রাখা হয়েছে।

অভিযানে সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারি পরিচালক সুমন বড়ুয়া, পরিদর্শক জহিরুল হক, মোঃ এয়াছিন মজুমদার এবং বাংলাদেশ কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ তাজুল ইসলাম অংশ নেন।

এমএন/এসআর/একুশে