রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তারেকের সাজা জিয়া পরিবারকে ধ্বংসের নীলনকশা: বিএনপি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৬ | ১:৩০ অপরাহ্ন

BNP-logoঢাকা: জিয়া পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীল নকশার অংশ হিসেবে তারেক রহমানকে অর্থপাচার মামলায় সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই মামলায় নিম্ন আদালত থেকে তারেক রহমান খালাস পেলেও দুদকের করা আপিলে উচ্চ আদালতে সেসব তথ্য প্রমাণ আমলে নেয়া হয়নি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অর্থপাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘সরকার চারিদিকে নিজেদের যেসব ব্যর্থতা তা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করে। তারেক রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ।’

এদিকে বেলা দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একজন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়জনকে আটকের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘সরকারের অন্যায় কাজের প্রতিক্রিয়ায় ভয় পেয়ে এটা করা হয়েছে।’

তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এ বিষয় আলোচনা করে জানানো হবে।’